ফিটনেস নবায়ন লাইসেন্স ছাড়া যানবাহনে তেল-গ্যাসসহ যে কোনো ধরনের জ্বালানি দেয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
আজ বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এ আদেশ দেন।
এছাড়াও সারাদেশের ফিটনেসবিহীন ৪ লাখ যানবাহনের নবায়নের জন্য আরো দুই মাস সময় দিয়েছেন আদালত। তবে এ দুই মাস তাদের কোন ফুয়েল না দিতে পেট্রোল পাম্পগুলোকে আদেশ দেয়া হয়েছে।
এর আগে, গত জুলাই মাসে ফিটনেস নবায়নের জন্য দুই মাস সময় দিয়েছিলো হাইকোর্ট। এদিকে গত দুই মাসে সারাদেশে ৮৯ হাজার ২শ ৬৯টি যানবাহনের ফিটনেস নবায়ন করা হয়েছে বলে রিপোর্ট দেয় বিআরটিএ। রিপোর্টে বলা হয়, সারাদেশে এখনো প্রায় ৪ লাখ যানবাহন ফিটনেসবিহীন রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল