Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৪ অক্টোবর, ২০১৯ ০৯:৪৪
আপডেট : ২৪ অক্টোবর, ২০১৯ ১২:২১

সাগরে লঘুচাপে, বৃষ্টি থাকবে আরও কয়েকদিন

অনলাইন প্রতিবেদক

সাগরে লঘুচাপে, বৃষ্টি থাকবে আরও কয়েকদিন

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে গতকাল বুধবার সকাল থেকে সৃষ্ট বৃষ্টি আরও কয়েকদিন থাকতে পারে। আবহাওয়া অধিদফতরের আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।  

এদিকে, আবহাওয়া অধিদফতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লঘুচাপের বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সকালের দিকে সারাদেশে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার অধিদফতরের পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। তবে পরবর্তীতে ৫ দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

বিডি-প্রতিদিন/মাহবুব


আপনার মন্তব্য