বহুল আলোচিত ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার রায়ে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের কৌসুঁলি ফেনী জজ কোর্টের পিপি হাফেজ আহম্মদ।
আজ সকাল সোয়া ১১টার দিকে নুসরাত হত্যার রায় ঘোষণার পর তিনি সাংবাদিকদের বলেন, রাষ্টপক্ষ রায়ে সন্তুষ্ট। এমন রায় প্রমাণ করে অপরাধী যেই হোক কারও কোনো ছাড় নেই।
এসময় তিনি আরো বলেন, মিডিয়ার মাধ্যমে পুরো দুনিয়া জানাতে পেরেছে এ ঘটনা। আসামি যতই প্রভাবশালী হোক কেউই যে অপরাধ করে পার পাবে না সেটা প্রমাণ হলো।
বিডি প্রতিদিন/হিমেল