ক্যাসিনো, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে সংসদীয় কমিটির সদস্যরা। একইসঙ্গে সরকার ও দলের ভাবমূর্তি উজ্জল করতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কারাগারে ডাক্তার নিয়োগে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এসময় কমিটিকে জানানো হয়, কারা অধিদপ্তরের অধীনস্থ ৫৯টি কারাগারেই মাদকাসক্ত নিরাময় ইউনিট চালু করা হয়েছে। এসব ইউনিট মাদকাসক্ত বন্দিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এবং মাদকাসক্ত বন্দিদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কাজ করবে। কমিটি কারাগারে চলমান প্রকল্পের কাজ দ্রুত শেষ করার সুপারিশ করে।
সংসদ ভবনের কেবিনেট কক্ষে আজ অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অষ্টম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মো. আফছারুল আমীন, সামছুল আলম দুদু, মো. ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান ও সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বৈঠকে অংশ নেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা ‘মুজিব বর্ষ ২০২০’ উদযাপন উপলক্ষে জননিরাপত্তা বিভাগ-এর আওতাধীন সংস্থাসমূহের কর্মসূচি বৈঠকে তুলে ধরা হয়। এসময় কমিটিকে জানানো হয়, প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড সংক্রান্ত যুক্তরাজ্যে গঠিত তদন্ত কমিশন ও এর কার্যপরিধির বৃত্তান্ত প্রকাশ, পুলিশ বাহিনী কর্তৃক বঙ্গবন্ধুর স্মৃতি সম্বলিত প্রামাণ্যচিত্র নির্মাণ, প্রতিটি থানায় শিশু, বয়স্ক নারী ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ডেস্ক চালু, ৯৯৯ ন্যাশনাল ইমারজেন্সি সার্ভিস সেবা আধুনিকীকরণ এবং পরিত্যক্ত বিওপিকে ‘বঙ্গবন্ধু শিক্ষা নিকেতন’ হিসেবে রূপান্তরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার