প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইন তার নিজের গতিতে চলবে, অপরাধী যেই হোক ছাড় পাবে না। অপরাধী দলীয় পরিচয়ের হলেও ছাড় পাবে না।
গতকাল শনিবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় আজারবাইজানের বাকুতে প্রবাসীদের সংবর্ধনায় এ কথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক এ অভিযান নিজের ঘর থেকেই শুরু করেছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, অপরাধ যেই করুক, যে দলেরই হোক তার বিরুদ্ধে আইন তার আপন গতিতে চলবে এবং তাই হচ্ছে। আমি কাউকেই ছাড় দিচ্ছি না। দলের কেউ অপরাধ করলেও সাথে সাথে শাস্তি পাচ্ছে। অন্যকে শিক্ষা দেয়ার আগে নিজের ঘর থেকেই শুরু করা উচিত এবং তাই করছি।
ন্যাম সম্মেলনের সমাপনী অধিবেশনের যোগদান শেষে নেপালের প্রধানমন্ত্রী ও আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ