দেশে মোট গরুর সংখ্যা ২ কোটি ৮৪ লাখ ৮৭ হাজার ৪১৫টি। এর মধ্যে শহরে রয়েছে ৮ লাখ ২৮ হাজার ৯২৭টি। আর গ্রামে ২ কোটি ৭৬ লাখ ৫৮ হাজার ৪৮৮টি।
রবিবার কৃষি শুমারি-২০১৯ এর প্রাথমিক রিপোর্টের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
দেশে এখন ছাগলের সংখ্যা ১ কোটি ৯২ লাখ ৮৭ হাজার ৪১৩। আর গরু আছে ২ কোটি ৮৪ লাখ ৮৭ হাজার ৪১৫টি। এসব গরু ছাগলসহ গবাদিপশু ব্যক্তি ও খামারি পর্যায়ে লালনপালন করা হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কৃষি শুমারি ২০১৯ এর প্রাথমিক ফলাফলে এই চিত্র উঠে এসেছে। ওই শুমারিতে অবশ্য ভেড়া, মহিষ, হাঁস, মুরগি, টার্কির সংখ্যাও পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/কালাম