১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম জানিয়েছেন, গত জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে দেয়া বক্তব্যের জন্য ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন দুঃখ প্রকাশ করেছেন। সোমবার নিজ বাসায় ১৪ দলের শরিকদের নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ সময় নাসিম বলেন, মেননের বক্তব্য কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, গতকাল তার ব্যাখ্যা দিয়েছেন তিনি। মেনন তার দুঃখ প্রকাশের মাধ্যমে ভ্রান্তি দূর করেছেন। এজন্য ১৪ দল সন্তুষ্ট।
তিনি আরও জানান, জাতীয় নির্বাচন ও ১৪ দলের নির্বাচনী বিশ্লেষণে একমত পোষণ করেছেন রাশেদ খান মেনন। এছাড়াও তিনি তার দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি ১৪ দলের ঐক্য অটুট রাখতে চান। আমরা তার বক্তব্যে সন্তুষ্ট। ১৪ দল ঐক্যবদ্ধ আছে, থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর বরিশালে ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মেনন বলেন, আমি সাক্ষী দিয়ে বলছি, ‘এই নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি, কিন্তু জনগণ ভোট দিতে পারেনি।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ