জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়েছে।
মঙ্গলবার রাত ৮টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছোট শিশুদের জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে সারাদেশে উৎসব শুরু হয়।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের শুরুতেই রাষ্ট্রপতি আবদুল হামিদ তার বাণী পাঠ করে শোনান। এ অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন বিটিভিসহ সব বেসরকারি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন