চাকরির ২৫ বছর পূর্তি উপলক্ষে বিসিএস (প্রশাসন) ১৫তম ব্যাচ রজতজয়ন্তী উৎসবের আয়োজন করেছে। আগামীকাল রবিবার রাজধানীর ঢাকার একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠান হবে।
রজতজয়ন্তী উপলক্ষে বিসিএস ১৫তম ব্যাচ ‘অগ্রযাত্রা’ নামে একটি প্রকাশনার উদ্বোধন করবে।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ নভেম্বর বিসিএস (প্রশাসন) ১৫তম ব্যাচের গৌরবময় ২৫ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। গত ২৫ বছর ধরে প্রজাতন্ত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ১৫তম ব্যাচের সহকর্মীরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আমরা আমাদের ব্যাচের রজতজয়ন্তী উদযাপন করতে যাচ্ছি এমন একটি মাহেন্দ্রক্ষণে যখন সমগ্র জাতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী- মুজিববর্ষ পালন করছে। বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ১৫তম ব্যাচের রজতজয়ন্তী উদযাপনের প্রাক্কালে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সরকার ঘোষিত রূপকল্প ২০২১ বাস্তবায়নে, ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন, ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গঠন, ২০৭১ সালে স্বাধীনতার শত বছর পূর্তিতে সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে আরোহণ এবং ২১০০ সালের মধ্যে ডেল্টা প্ল্যান বাস্তবায়নের সোপান আমাদের সামনে নির্ধারণ করা হয়েছে, তা অর্জনে এ উদযাপন আমাদের প্রত্যেককে আরও উজ্জ্বীবিত করবে।
১৫তম প্রশাসন ব্যাচের সভাপতি ও মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব (আইন ও বিধি) শফিউল আজিম এবং ব্যাচের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের (বিএসএল) সচিব নাজমুছ সাদাত সেলিম তাদের ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে সংশিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত