বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বিএনপি টিকা নেবে না এটা কখনো বলেনি বরং বিএনপি টিকা নিয়ে সরকারের দুর্নীতি নিয়ে কথা বলেছে। যার যখন সময় হবে তখন টিকা নেবে। আর এটা তো কেউ দান করছে না। রাষ্ট্রের দায়িত্ব জনগণকে সার্ভিস দেওয়া। এটা একটা প্রসেসিং।’
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার কারণে সিঙ্গাপুরে অবস্থান করায় এ সংবাদ সম্মেলন করেন তিনি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ