করোনায় (কোভিড-১৯) আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাকে বহনকারী গাড়ি মঙ্গলবার রাত ১০টা ১ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করে। এর আগে রাত ৯টা ৩৫ মিনিটে তার গুলশানের বাসভবন থেকে গাড়িটি বের হয়।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
খালেদার চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন তার সঙ্গে রয়েছেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন।
জানা যায়, পরীক্ষা করানোর পর রাতেই গুলশানের বাসভবনে ফিরবেন খালেদা জিয়া।
এর আগে গত শনিবার খালেদা জিয়ার দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। গত ১০ এপ্রিল তিনি নমুনা দেন। ওই রাতেই ফল করোনা পজিটিভ আসে। পরদিন বিকালে জরুরি সংবাদ সম্মেলনে জানানো হয় যে, খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ