ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের ঘটনায় গ্রেফতারকৃতের সংখ্যা সাড়ে ৪০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হেফাজতের আরও ৬ কর্মী-সমর্থককে গ্রেফতার করার কথা জানিয়েছে জেলা পুলিশ। ফলে তাণ্ডবের ঘটনায় গ্রেফতারের সংখ্যা ৪৫৪ জনে দাঁড়িয়েছে।
আজ রবিবার সকালে জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের পাশাপাশি তাণ্ডবের ছবি ও ভিডিওচিত্র দেখে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। নতুন গ্রেফতারকৃতদেরও একইভাবে শনাক্ত করা হয়েছে। হেফাজতের তাণ্ডবের ঘটনায় মোট ৫৫টি মামলা দায়ের হয়েছে।
এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দায়ের হওয়া দুইটি মামলায় এজহারনামীয় আসামি করা হয় ৪১৪ জনকে, মামলাগুলোর অজ্ঞাতনামা আসামির সংখ্যা ৩৫ হাজারেরও বেশি।
বিডি প্রতিদিন/আবু জাফর