২ ডিসেম্বর, ২০২১ ২২:০৫

শিক্ষিত তরুণদের জন্য সরকারকে সুযোগ সৃষ্টি করতে হবে : জি এম কাদের

জয়পুরহাট প্রতিনিধি

শিক্ষিত তরুণদের জন্য সরকারকে সুযোগ সৃষ্টি করতে হবে : জি এম কাদের

জি এম কাদের। ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‌‘দেশে প্রচুর মানুষ বেকার। অনেক শিক্ষিত তরুণ আছে যারা বিভিন্নভাবে দেশকে এগিয়ে নিতে অবদান রাখতে পারে, কিন্তু তারা সঠিকভাবে সেই সুযোগ পাচ্ছে না। তাই তাদের জন্য সরকারকে আরও নতুন সুযোগ সৃষ্টি করতে হবে। তাহলে তরুণরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশ অগ্রসর হবে।’

বৃহস্পতিবার দুপুরে জাতীয় ছাত্র সমাজ জয়পুরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে সদর উপজেলা মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জি এম কাদের আরও বলেন, ‘জাতীয় পার্টির প্রতি মানুষের প্রত্যাশা দিন দিন বাড়ছে। তাই সামনের দিনে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে হবে।’

জেলা ছাত্র সমাজের সভাপতি গোলাম কিবরিয়া জনির সভাপতিত্বে সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম তালুকদার। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি ইব্রাহীম খান জুয়েল। এতে প্রধান বক্তার বক্তব্য দেন জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আ স ম মোক্তাদির তিতাস।
 
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জুলফিকার হোসেন, ছাত্রবিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, যুগ্ম ছাত্রবিষয়ক সম্পাদক ফয়সাল দিদার দিপু, জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দিন, ছাত্র সমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, তনু মোস্তফা, অর্নব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া তনু, মো. ইউসুফ ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক আরিফ আলী, জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রাসেদ প্রমুখ। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর