পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল বের করা হয়েছে। মিছিলে অংশ নিতে ভোর থেকে লালবাগের হোসেনি দালানে ভিড় করতে শুরু করে ধর্মপ্রাণ হাজারো মুসলমান। মিছিল শুরু হয় সকাল ১০টায়।
মিছিলে অংশ নেওয়া সবার পরণে ছিল কালো কাপড়, মাথায় বাঁধা কালো পতাকা। আর অনেকের হাতে ছিল কালো পতাকা। তাজিয়া মিছিলটি আজিমপুর, নিউমার্কেট হয়ে ধানমন্ডির দুই নম্বর সড়কে গিয়ে শেষ হবে।
তাজিয়া মিছিলের আয়োজক হোসেনি দালান ইমামবাড়া ব্যবস্থাপনা কমিটির সদস্য মীর জুলফিকার আলী জানান, দুই বছর করোনার কারণে তাজিয়া মিছিল ইমামবাড়ার মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে এবার ইমামবাড়া থেকে মিছিলটি যাবে ধানমন্ডি পর্যন্ত।
শোক মিছিল দেখতে নগরীর রাস্তার দুই ধারে জড়ো হয় শত শত মানুষ। মিছিলের সামনে-পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক উপস্থিতি দেখা গেছে।
বিডি প্রতিদিন/ফারজানা