নির্বাচন নিয়ে কূটনীতিকদের মন্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, নির্বাচন নিয়ে বিদেশিদের ভেবেচিন্তে কথা বলা উচিত।
বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এদিকে গাইবান্ধা-৫ আসনের অনিয়ম তদন্তের সর্বশেষ প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে আনিছুর রহমান জানান, পরশু (সোমবার) প্রতিবেদন দেয়া হয়েছে। এখনো আমরা দেখিনি। আগেরটা দেখেছি, পড়েছি। মতামত ব্যক্ত করার সুযোগ হয়েছিল। আপনাদের মাধ্যমে জেনেছি পরের তদন্তে তারা বেশকিছু অনিয়ম পেয়েছেন। কোন কোন কেন্দ্রের সিসিটিভি ডিসকানেক্ট করা হয়েছে ১৭টি বা এমন সংখ্যা হয়েছে বলে শুনেছি।
তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে কি না- এ বিষয়ে ইসি আনিছুর বলেন, এটা কমিশন সিদ্ধান্ত নেবে।
আগামী সপ্তাহের মধ্যে অনিয়মের তথ্য ও ব্যবস্থা গ্রহণের বিষয়ে ইসির সিদ্ধান্ত জানা যাবে বলে জানান তিনি।এ কমিশনার বলেন, অনিয়মে ব্যবস্থা অবশ্যই নেয়া হবে।
বিডি প্রতিদিন/আরাফাত