বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অর্থনীতির লাইফ লাইন। কুমিল্লায় আগামী ২৬ নভেম্বর বিএনপির সমাবেশ ঘিরে সরকার মহাসড়কে ধর্মঘট দিলে তা হবে আত্মঘাতী। এতে তাদের পতন এক মাস আগে হবে।
বুধবার (২৩ নভেম্বর) বিকালে কুমিল্লা টাউন হল মাঠ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, কোনও আইন বাধা মানুষের জোয়ার ঠেকাতে পারেনি, আগামীতেও পারবে না। অন্য বিভাগে নেতাদের নির্দেশ দিতে হয়েছে। এখানে নির্দেশ দেয়ার ১৫দিন আগেই নেতাকর্মীরা কাজ শুরু করেছেন।
তিনি বলেন, দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতিতে মানুষ দিশাহারা। আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটের নিকট মানুষ জিম্মি। দেশের হাজার কোটি টাকা লুট হয়েছে। দুদক তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে চুনোপুটি নিয়ে পড়ে আছে। শেখ হাসিনা কুমিল্লাকে পছন্দ করেন না। তাই মেঘনা নামে বিভাগ দিচ্ছেন। এর প্রতিবাদে আমাদের সমাবেশে ৫ লাখ মানুষ বেশি হবে। আমরা ক্ষমতায় এলে মেঘনা বিভাগের নাম পাল্টে কুমিল্লা বিভাগ দেব।
বরকল উল্লাহ বুলু বলেন, সরকার যতই উপায় খুঁজে বের করুক কোনও কাজ হবে না। কারণ বিএনপির সমাবেশ এখন আর বিএনপির নেই। সমাবেশ হয়ে গেছে জনতার। সাধারণ মানুষ তাদের দাবি নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আমিন-উর- রশিদ ইয়াছিন,বিএনপির সাংগঠনিক সম্পাদক(কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপি নেতা কাউসার জামান বাপ্পী,আমিরুজ্জামান আমীর,সারোয়ার জাহান দোলন, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু,সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ