যশোরে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখবেন দলটির সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে জনসভাস্থল যশোর জেলা স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ৭টা থেকে জনসভাস্থলে মানুষজন আসা শুরু করেন। বেলা ১২টার মধ্যে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।
জনসভাস্থল পেরিয়ে আশপাশের এলাকা লোকে-লোকারণ্য হয়ে উঠেছে। উৎসবমুখর হয়ে উঠেছে পুরো শহর। স্লোগানে স্লোগানে ঢাক-ঢোল বাজিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর অপেক্ষার প্রহর গুনছে লাখো জনতা। প্রত্যন্ত এলাকা থেকে আগত জনস্রোত এখন জনসভার মাঠে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ