বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গ্যাসের দাম বৃদ্ধির ফলে জনগণের কষ্ট আরও বাড়বে।
তিনি বলেন, গ্যাসের দাম নিয়ে যেসব সিদ্ধান্ত নিচ্ছে সরকার, তাতে জনগণের দুর্ভোগ, ভোগান্তি এবং কষ্ট আরও বাড়বে। সরকার চরম দায়িত্বহীনভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। গণবিরোধী সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে সরকার।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পথশিশুদের মধ্যে খাবার ও অসহায় নারীদের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা হলে সব অর্থ পাচারকারীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে। লুটেরাদের হিসাব ও তাদের খুঁজে বের করা হবে।
আসন্ন পবিত্র রমজানে দ্রব্যমূল্য বিষয়ে তিনি বলেন, রমজানে জিনিসের দাম না বাড়ে, সেজন্য কিছু জিনিস আমদানি করছেন ব্যবসায়ীরা। কিন্তু তা খালাসের জন্য ব্যাংকগুলো ফরেন এক্সচেঞ্জ দিতে পারছে না। এর থেকে দেশের অবস্থা আর খারাপ কী হতে পারে? প্রশ্ন রাখেন নজরুল ইসলাম খান।
বিডি প্রতিদিন/আরাফাত