১০ এপ্রিল, ২০২৩ ১৫:৫১

বোমা হামলা করে সংস্কৃতি চর্চা বন্ধের অপচেষ্টা চালানো হয়েছিল : মির্জা আজম

জামালপুর প্রতিনিধি

বোমা হামলা করে সংস্কৃতি চর্চা বন্ধের অপচেষ্টা চালানো হয়েছিল : মির্জা আজম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে সাংস্কৃতিক অঙ্গণের গুণী শিল্পীদের যেভাবে সম্মানিত করে যাচ্ছেন, অতীতের কোন সরকার তা করেননি। উল্টো বিএনপি-জামায়াত সরকারের আমলে বোমা হামলা করে সাংস্কৃতিক কর্মীদের হত্যার মাধ্যমে দেশের সংস্কৃতি চর্চাকে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছিল। 

সোমবার জামালপুরে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে  এসব কথা বলেন তিনি।

মির্জা আজম আরো বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সাংস্কৃতিক কর্মীরা একদিকে যেমন সশস্ত্র যোদ্ধা হিসেবে পাকহানাদার বাহিনীর মোকাবেলা করেছে, তেমনিভাবে রণসংঙ্গীতসহ নানা রকম সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মুক্তিযোদ্ধাসহ দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছে। কিন্তু সেই যুদ্ধ এখনো থেমে যায়নি, পাকিস্তানের প্রেতাত্মারা বিএনপি-জামায়াতের খোলসে বাংলাদেশের মাটিতে এখনো বিচরণ করছে, তাদের বিরুদ্ধে দেশের মানুষকে সজাগ করতে সাংস্কৃতিক কর্মীদের এখনো যুদ্ধ চালিয়ে যেতে হবে।

জামালপুর জেলা শিল্পকলা একাডেমির গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে আয়োজিত সম্মানতা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, পৌর মেয়র মো. ছানোয়ার হোসেন ছানু, উদীচীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল প্রমুখ। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর