১৯ এপ্রিল, ২০২৩ ২০:০৭

'শর্ত মানলে ঈদের পরও পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল'

অনলাইন ডেস্ক

'শর্ত মানলে ঈদের পরও পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল'

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে অনুমতির ক্ষেত্রে যেসব শর্ত দেওয়া হয়েছে সেগুলো মানলে ঈদুল ফিতরের পরও বাইক চলাচল করতে দেয়া হবে বলে জানিয়েছেন সেতু বিভাগের সচিব মনজুর হোসেন।

বুধবার বেলা ১১টার দিকে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মনজুর হোসেন বলেন, পদ্মা সেতুতে অন্যান্য যানবাহনের মতো বাইকেরও গতি ৬০ কিলোমিটার রাখার শর্ত দেওয়া হয়েছে। চালকেরা এ শর্ত মেনে চললে ঈদযাত্রা নিরাপদ হবে। কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর