৭ মে, ২০২৩ ১৭:৩২

আওয়ামী লীগের কৌশল আর কাজ করে না : ফারুক

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের কৌশল আর কাজ করে না : ফারুক

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক বলেছেন, পৃথিবীর ইতিহাসে কোনোদিনও কোনো স্বৈরাচার বেশদিন ক্ষমতায় থাকতে পারেনি। বিএনপির কৌশলের কাছে আওয়ামী লীগ প্রতি মুহূর্তে পরাজিত হচ্ছে। তাদের কোনো কৌশল এখন আর কাজ করে না। 

তিনি বলেন, মিছিলে গোয়েন্দা ঢুকিয়ে বোমা মেরে মানুষ মারবেন, গাড়িতে আগুন জ্বালাবেন, সেই ষড়যন্ত্র আর চলবে না। 

রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জয়নাল আবদীন ফারুক। 

আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির  শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, আনোয়ার হোসেন বুলু, কৃষক দলের এম জাহাঙ্গীর আলম, ইয়ূথ ফোরামের নাজমুল হাসান, মৎস্যজীবী দলের ইসমাইল হোসেন সিরাজী, তেজগাঁও থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল মোল্লা প্রমুখ।

জয়নাল আবদীন ফারুক বলেন, আমরা দেশের মানুষের অধিকারের জন্য লড়াই করি, বিদ্যুতের দাম কমানোর জন্য লড়াই করি, দেশের মানুষের পেট ভরে খাওয়া ব্যবস্থা করার জন্য লড়াই করি। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর