১১ অক্টোবর, ২০২৩ ২১:২৪

৪৫তম বিসিএসে শ্রুতিলেখক চেয়ে আবেদনের সময়সীমা ২০ অক্টোবর

অনলাইন ডেস্ক

৪৫তম বিসিএসে শ্রুতিলেখক চেয়ে আবেদনের সময়সীমা ২০ অক্টোবর

বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য শ্রুতিলেখক দিয়ে থাকে সরকারি কর্ম-কমিশন (পিএসসি)। আসন্ন ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য শ্রুতিলেখক পাবেন বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীরা। তারা আগামী ২০ অক্টোবরের মধ্যে পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) বরাবর আবেদন করতে পারবেন। 

মঙ্গলবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ নভেম্বর থেকে ২০২২ সালের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীদের পিএসসি থেকে শ্রতিলেখক নিয়োগ দেওয়া হবে। 

শ্রুতিলেখকের চাহিদা জানিয়ে প্রার্থীরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদনপত্র আগারগাঁওয়ের অফিসে পাঠাতে হবে। 

বিজ্ঞপ্তিতে কাগজপত্রের মধ্যে উল্লেখ করা হয়, বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীর পক্ষে সমাজসেবা অধিদপ্তর থেকে সনদ জমা দিতে হবে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর