আর্থিক কারীগরী বাণিজ্য বাজার সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের পাচার হওয়া টাকা ফিরিয়ে দিতে সহযোগীতা করবে মার্কিন যুক্তরাষ্ট্র।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর মধ্যে 'দ্য ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ট এগ্রিমেন্ট (ডিওএজি)'-এর ষষ্ঠ সংশোধনী স্বাক্ষরিত হয়েছে।
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহম্মেদ জানিয়েছেন, এ চুক্তিতে আর্থিক কারীগরী বাণিজ্য বাজারের পাশাপাশি পাচার হওয়া টাকার বিষয়ে কথা হয়েছে। এছাড়া আগের চুক্তির সাথে নতুন করে আরও ২০০ মিলিয়ন ডলার যুক্ত হয়েছে।এর আগে, দুই দিনের সফরে শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে বিকেলে দিল্লি হয়ে ঢাকা পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ