শিরোনাম
৫ অক্টোবর, ২০২৪ ১৯:৩৬

পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানসহ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ দাবি বিএমজিটিএ’র

নিজস্ব প্রতিবেদক

পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানসহ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ দাবি বিএমজিটিএ’র

বিশ্ব শিক্ষক দিবসে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করেছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)। রাজধানীতে আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় এ দাবি করেন বিএমজিটিএ নেতৃবৃন্দ।

সংগঠনের সদস্য সচিব ফিরোজ আলমের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তারা শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, ১৬ বছর পূর্ণ হলে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি, সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি প্রথা চালু, সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড, প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ, ইএফটির মাধ্যমে বেতন প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করা হয়।

আলোচনা সভায় সকলের উপস্থিতিতে কণ্ঠ ভোটের মাধ্যমে হারুন অর রশিদকে সভাপতি, ফিরোজ আলমকে মহাসচিব ও এলিন তালুকদারকে সিনিয়র সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট বিএমজিটিএ'র কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সুলতান মাহমুদ, ফখরুল ইসলাম, কেএম শামীম, মেহেদী হাসান সরকার, সহ-সভাপতি, আব্দুস সাকুর, সরুজ্জামান, কামরুন্নাহার, মোহাম্মদ আলী, আব্দুল মান্নান, আরমান শাহজাদা, গোলাম মোস্তফা, রিপন খন্দকার, আলাউদ্দিন, তোফাজ্জল হোসেন প্রমুখ।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর