নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ‘এখন থেকে দেশের প্রত্যেক ভোটার স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে নির্দ্বিধায় ভোট দিতে পারবে। এজন্য নির্বাচন কমিশনের যা করার দরকার সবই করা হবে।’
শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। এসময় জেলা প্রশাসক মুহাম্মদ সালাহ্ উদ্দিনসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় তিনি আরো বলেন, মানুষ যাতে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেটা নিশ্চিত করতে সব চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা থাকবে।
সিইসি বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই জাতিকে। এর জন্য কী কী করতে হবে সেটা আমি বোঝার চেষ্টা করবো। কোন কোন জায়গায় হাত দিতে হবে আমি সেই কাজটা করবো। আমি এমন একটা পরিবেশ সৃষ্টির উদ্যোগ নেব, যেখানে মানুষ স্বতস্ফূর্তভাবে যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারবে। সেই ব্যবস্থা আমি করব। সেটাই আমার কমিটমেন্ট এবং চেষ্টা হবে।
সিইসি এ. এম. এম নাসির উদ্দীন দায়িত্ব গ্রহণের পর প্রথমবার কক্সবাজারের কুতুবদিয়ায় নিজ গ্রামে প্রয়াত মা-বাবার কবর জিয়ারত করেন। শনিবার সকাল ১১ টায় কুতুবদিয়ার সদর বড়ঘোপে উত্তর মগডেইল এলাকায় পারিবারিক কবরস্থানে মা-বাবার আত্মার মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেন। এরপর দুপুর ১ টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।
সিইসি‘র ভাই স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন জানান, এটা একান্ত ব্যক্তিগত ও পারিবারিক সফর। সফরে পরিবারের সদস্যরাও রয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮ টায় তিনি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।
বিডি প্রতিদিন/হিমেল