জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ১১ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এদিকে ২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরসহ সারাদেশে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের হত্যা-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহিদুল হকসহ চারজনকে ট্রাইবুনালে হাজির করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে তিন মামলায় মোট ১৫ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন