ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে গুলিবিদ্ধ হন সুজন বর্মণ নামে এক ভারতীয় চোরাকারবারি। আহত ওই ব্যক্তিকে ঢাকায় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল দুপুরে রাজধানী মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে আটক করে বিজিবির একটি টহল দল।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, রবিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে একটি সিন্ডিকেটের সহযোগিতায় একজন ভারতীয় চোরাকারবারি গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে অনুপ্রবেশ করে। ওই তথ্যের ভিত্তিতে বিজিবি অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এর ধারাবাহিকতায় মগবাজারের একটি হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তি ভারতের আগরতলা বটতলী গ্রামের মঙ্গল বর্মণের ছেলে সুজন বর্মণ। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিরঝিল থানা পুলিশের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।