জাতীয় ও স্থানীয় পর্যায়ে প্রতিবন্ধী নারী ও শিশুদের জন্য পৃথক বাজেট কোড চালুসহ বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছে নারী উন্নয়ন শক্তি। এর পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইন ও প্রতিবন্ধী সুরক্ষা আইনের কঠোর বাস্তবায়ন নিশ্চিতসহ আরও ১০টি দাবি জানিয়েছে এই সংগঠনটি। গতকাল রাজধানীর নারী উন্নয়ন শক্তির সভাকক্ষে এক কর্মশালায় এসব দাবি জানানো হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন।
অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে-প্রতিটি জেলায় প্রতিবন্ধী নারী ও শিশুর জন্য সুরক্ষা কেন্দ্র, কাউন্সিসিলিং সেবা ও পূর্ণাঙ্গ পুনর্বাসন সুবিধা কেন্দ্র গড়ে তোলা; সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণপরিবহনে প্রতিবন্ধীবান্ধব সুবিধা নিশ্চিত করা; প্রতিবন্ধী নারীদের দক্ষতা উন্নয়ন, ক্ষুদ্রঋণ নিশ্চিত করা; প্রতিবন্ধী শিশুদের জন্য প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায়ে ইনক্লুসিভ শিক্ষাব্যবস্থা ও সহায়ক উপকরণ নিশ্চিত করা অন্যতম।