৭ ডিসেম্বর, ২০১৭ ২২:০৭

কুয়েতে ঐতিহাসিক দলিল ৭ই মার্চ পালন করল বাংলাদেশ দূতাবাস

মঈন উদ্দিন সরকার সুমন:

কুয়েতে ঐতিহাসিক দলিল ৭ই মার্চ পালন করল বাংলাদেশ দূতাবাস

সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ জাতিসংঘে ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দিয়ে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করায় কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ নভেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল চারটায় দূতাবাসের মাল্টিপারপাস হলে কাউন্সিলর ও হেড অব চেন্সরী মোহাম্মদ আনিসুজ্জামান এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলোয়াতের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস.এম আবুল কালামসহ দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসীগণ।

বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনান ব্রিগেডিয়ার জেনারেল শাহ্ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডাব্লিওসি, পিএসসি প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ দূতাবাস, কুয়েত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন প্রথম সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম খান।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন দূতাবাসের কম্পিউটার অপারেটর জসিম উদ্দিন।

ঐতিহাসিক দিনটির বিভিন্ন প্রেক্ষাপটের উপর মুক্ত আলোচনা করেন অনুষ্ঠানে আগত প্রবাসীরা।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর