Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৫ মে, ২০১৯ ১৭:০৯

ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর আওয়ামী লীগের বিদায়ী শুভেচ্ছা

শাহাদত রাসেল চৌধুরী, সিঙ্গাপুর থেকে

ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর আওয়ামী লীগের বিদায়ী শুভেচ্ছা

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দীর্ঘ ২ মাস ১০ দিন পর আজ বুধবার দেশে ফিরছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সন্ধ্যা সাড়ে ৬টায় দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন তিনি। 

চিকিৎসাকালীন সিঙ্গাপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওবায়দুল কাদের পরিবারের পাশে সব সময় সহযোগিতা নিয়ে উপস্থিত ছিলেন এবং প্রবাসে প্রিয় নেতার সুস্থতার খোঁজ খবর নিতে বার বার হসপিটালে ছুটে গেছেন। 

ওবায়দুল কাদের সুস্থ হয়ে দেশের উদ্দেশে রওনা দেওয়ার আগে সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দীউন রানার নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাকে বিদায়ী শুভেচ্ছা জানায়। একইসঙ্গে কিছু সময় নেতার সাথে অতিবাহিত করেন তারা।

প্রতিনিধি দলের সাথে ছিলেন- সিঙ্গাপুর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলেক খান, ইঞ্জিনিয়ার আবদুল মালেক হীরা, সিঙ্গাপুর ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এ বিল্লাল হোসেন, সিঙ্গাপুর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জে পি তালাস, সিঙ্গাপুর ছাত্রলীগের পলিটেকনিক শাখার সভাপতি হাবিব রহমান প্রমুখ। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম


আপনার মন্তব্য