এলায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার (আসাল) এর ত্রয়োদশতম বার্ষিক ভার্চুয়াল সম্মেলন গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনের স্লোগান ছিল ‘দ্য নিউ নরম্যাল-এ্যাম্ব্র্যাসিং দ্য চেইঞ্জ’।
আসালের প্রতিষ্ঠাতা এবং জাতীয় সভাপতি মাফ মিসবাহ উদ্দিন এবং জাতীয় কমিটির মহাসচিব করিম চৌধুরীর স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন। কমিউনিটিকে মূলধারায় আরোহনের পাশাপাশি অভিবাসীদের অধিকার ও মর্যাদার প্রশ্নে আপসহীন ভূমিকার জন্যে বিশেষভাবে সম্মান জানানো হয় ‘সাউথ এশিয়ান্স ফর বাইডেন’ টিমের সিনিয়র এডভাইজার এ্যাম্বাসেডর ওসমান সিদ্দিক, শ্রমিক নেতা গ্রেগরি ফ্লয়েড, ডিস্ট্রিক্ট-৩৭ এর সেক্রেটারি জস হাইস্লপকে। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের মেডগার এভারস কলেজের ডীন ড. মহসিন পাটোয়ারির সভাপতিত্বে নিউইয়র্ক সিটির জ্যামাইকার হিলসাইড এভিনিউতে সংগঠনের সদর দফতর থেকে সম্প্রচারিত এ সম্মেলনে কর্মকর্তাগণকে পরিচয় করিয়ে দেন সেক্রেটারি করিম চৌধুরী।
পিছিয়ে থাকা কমিউনিটি হিসেবে দক্ষিণ এশিয়ানদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ আসালের সর্বস্তরের কর্মকর্তাগণকে ধন্যবাদ এবং যুক্তরাষ্ট্রের ইতিহাস-ঐতিহ্যকে পুনরুদ্ধারে বাইডেন-কমলা প্রশাসনের সাথে সম্পৃক্ত থাকার উদাত্ত আহবান জানিয়ে শুভেচ্ছা এবং করোনা পরিস্থিতি কাটিয়ে উঠতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন কংগ্রেসওম্যান গ্রেস মেং এবং ইভ্যাটি ডি ক্লার্ক, কংগ্রেসম্যান পোল টঙ্কো এবং ম্যাক্স রোজ, এ্যাম্বাসেডর ওসমান সিদ্দিকসহ অনেকে।
কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন সাইমন সাঈদ, হেলাল শেখ, ড. নিতা জেইন, ড. দিলীপ নাথ, ‘বাংলাদেশিজ ফর বাইডেন’র ন্যাশনাল ডিরেক্টর আনিস আহমেদ, কমিউনিটি লিডা এ কে এম নুরুল হক, শাহানা বেগম, জামিলা উদ্দিন, সুলতানা খানম, আদান ইসলাম, আফরোজা বেগম রোজী, শারমিন সুলতানা তাহের, সৈয়দ তাহমিদুল হক, মোহাম্মদ আলাউদ্দিন, ড. মজিবর রহমান, খায়রোল হোসেন, ইরশাদ শেখ, ফারুক হোসেন, মোহাম্মদ আলী হোসেন, সাঈদ আলম, ড. রশীদ মালিক, এমডি রাব্বি আলম, শাহ ফরিদ, শরাফত হোসেন বাবু, মুকিত রহমান, ন্যাশনাল ট্রাস্টি আজিজ আহমেদ প্রমুখ।
সম্মেলনে আসালের দাবিগুলো ছিল আমেরিকায় তৈরি হওয়া বিভক্তির অবসানে যথাযথ পদক্ষেপ, করোনাভাইরাস ও এরমত আরও কোনো প্রাণঘাতি অদৃশ্য শত্রুর মোকাবেলায় সুদূর প্রসারি বাস্তবধর্মী পরিকল্পনা, অর্থনৈতিক-স্টিমুলাস প্যাকেজ, ট্যাক্স নীতি পরিবর্তন, ব্যাচেলর পর্যন্ত কলেজ শিক্ষা বিনা ফি’তে এবং স্টুডেন্ট ঋণের দায় থেকে সকলের মুক্তি, বর্ণ, ধর্ম, অঞ্চল ভেদে বৈষম্যের অবসানে জরুরি পদক্ষেপ, অভিবাসন আইনের সংস্কার, ফেডারেল পাবলিক চার্জ ল’র বিলুপ্তি, সকলের জন্যে চিকিৎসা-সেবা নিশ্চিত করার দাবি বাইডেন-কমলা হ্যারিস প্রশাসনের কাছে আদায়ের সংকল্প এবং সকল শ্রমজীবীকে ইউনিয়নের অন্তর্ভুক্তির পথ সুগম করা।
বিডি প্রতিদিন/ফারজানা