শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা

শেষরাতের গান

মৃত্তিকা গুণ

শেষরাতের গান

(মির্চা এলিয়েদ আর মৈত্রেয়ী দেবীর পবিত্র ভালোবাসার সম্মানে)

 

চলো শেষ করি শেষরাতের গান

নয়তো হতভম্ব কাটবে এ জীবন,

মৃত্যু হবে, ঘুম আসবে না।

 

এক সীমাহীন সঙ্গীতের আঘাতে ক্ষতবিক্ষত হবো আমরা দুজনেই।

ঈশ্বরের নিষেধ জেনেও কুরে কুরে খাবো

তোমাকে আমি আর আমাকে তুমি।

যেন সৃষ্টির অকৃত্রিম আদিমতা জড়ো হয়েছে আমাদের দুটির পাখায়।

ডানা ঝাপটে আহ্বান করবো নিজেদের এমনই অদম্য সব কাতরতায়...।

শূন্যে ঘুরতে ঘুরতে তীব্র দৃষ্টিতে আহত ক’রবো

তোমাকে আমি আর আমাকে তুমি।

 

ধুলোর ঝড়ে অন্ধ হবো দুজন।

ঈশ্বর বৃষ্টিবাণে আমাদের শান্ত করতে যেয়ে

অঝোরে কাঁদবেন মাটির দিকে চেয়ে।

আমরা ক্রমশঃ নিস্তেজ হবো, কদাচ শান্ত হবো না।

কাতরাবে ক্ষিতি, মরূৎ, ব্যোম আমাদের অসম্ভব অবাধ্যতায়।

শেষ চেষ্টাস্বরূপ সময় গলে গলে পড়বে আমাদের পায়ের উপর।

বিরক্ত হবো, কদাচ বিরত হবো না।

ভালোবাসতে বাসতে ক্লান্ত করবো আমরা নিজেদের।

নিঃশেষ করবো তোমাকে আমি আর আমাকে তুমি।

 

চলো শুরু করি শেষরাতের গান।

নয়তো হতভম্ব কাটবে জীবন,

জানোই তোঃ

আমাদের মৃত্যু হবে, কিন্তু ঘুম আসবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর