বুধবার, ১৫ জুন, ২০১৬ ০০:০০ টা

আর্জেন্টিনার সামনে ভেনেজুয়েলা!

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনার সামনে ভেনেজুয়েলা!

অনুশীলনে মেসির সঙ্গে আলাপে মেতেছেন তার বার্সা সতীর্থ মাসকারেনো —এএফপি

আজ সকালে মার্কিন নগরী সীটলের সেঞ্চুরিলিঙ্ক ফিল্ডে কোপা আমেরিকার শতবার্ষিকী টুর্নামেন্টের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে বলিভিয়ার। লিওনেল মেসির দল আরও একটা দুর্দান্ত জয়ের আশা নিয়েই মাঠে নামছে। অবশ্য এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়া দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন কোচ জেরার্ডো মার্টিনো। সেক্ষেত্রে প্রথম একাদশের অনেকেই হয়তো আজ দলে থাকবেন না। এমনকি লিওনেল মেসিকে আজও হয়তো বেঞ্চে বসিয়ে রাখবেন কোচ জেরার্ডো মার্টিনো। তবে বলিভিয়ার বিপক্ষে জয়-পরাজয় খুব একটা প্রভাব ফেলবে না আর্জেন্টিনার স্থান নির্ধারণে। চিলি পানামার বিপক্ষে ৭-০ গোলে জিতলেই কেবল গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে। আর আর্জেন্টিনা ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হবে। সেক্ষেত্রে ডি গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ভেনেজুয়েলার।

গতকাল সি গ্রুপের শেষ ম্যাচে মেক্সিকোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ভেনেজুয়েলা। মেক্সিকোর পক্ষে করোনা এবং ভেনেজুয়েলার পক্ষে ভেলাজকুয়েজ একটি করে গোল করেছেন। এ ড্রয়ের ফলে মেক্সিকো এবং ভেনেজুয়েলা দুই দলেরই সংগ্রহ দাঁড়াল ৭ পয়েন্ট করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন মেক্সিকো। এর অর্থই হলো, কোয়ার্টার ফাইনালে মেক্সিকানরা মুখোমুখি হচ্ছে চিলিয়ানদের। আজ চিলি পানামাকে হারালেও সম্ভবত গ্রুপের রানার্সআপ হিসেবেই তারা কোয়ার্টার ফাইনাল খেলবে। সেক্ষেত্রে শেষ আটেই কঠিন লড়াই করতে হবে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের। মেক্সিকো এবারের টুর্নামেন্টে নিজেদেরকে ফেবারিট হিসেবে নিজেদের প্রমাণ করেছে। আর্জেন্টিনার সামনে অবশ্য ফাইনালের পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে গ্রুপ চ্যাম্পিয়ন হলে। কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলা, সেমিফাইনালে যুক্তরাষ্ট্র অথবা ইকুয়েডর। প্রতিপক্ষের নাম অনেকটাই সহজতর মনে হচ্ছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আলবেসিলেস্তদের জন্য।

এদিকে কোপা আমেরিকার শতবার্ষিকী টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই দুঃখজনক বিদায় নেওয়া উরুগুয়ে গতকাল জয় পেয়েছে জ্যামাইকার বিপক্ষে। হার্নান্দেজ, ওয়াটসন এবং কুরুজুর গোলে ৩-০ ব্যবধানে জিতেছে কোপা আমেরিকায় সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়নরা। প্রথম দুই ম্যাচে মেক্সিকো এবং ভেনেজুয়েলার কাছে হেরে যাওয়ায় আগেই বিদায় নিশ্চিত হয়েছিল উরুগুয়ের। মেক্সিকোর কাছে ৩-১ ব্যবধানে এবং ভেনেজুয়েলার কাছে ১-০ গোলে হেরেছিল উরুগুয়ে। অস্কার তাবারেজের শিষ্যরা অন্তত একটা সান্ত্বনার জয় নিয়ে বাড়ি ফিরছে। অবশ্য এ জয় তাদেরকে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে ভালো করতে অনুপ্রেরণা দিবে বলে মনে করেন তাবারেজ। বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইয়ে নামতে হবে দিন কয়েক পরই। সেপ্টেম্বরে বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে উরুগুয়ে।

সর্বশেষ খবর