বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

রোনালদো ছাড়াই ইতালিকে হারাল পর্তুগাল

ক্রীড়া ডেস্ক

রোনালদো ছাড়াই ইতালিকে হারাল পর্তুগাল

ক্রিস্টিয়ানো রোনালদো দলে ছিলেন না। তবে সেরা তারকাকে ছাড়াই ইতালির মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে দিল পর্তুগিজরা। উয়েফা নেশন্স লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। লিসবনের দ্য লুইজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে বিশ্বকাপের নকআউট পর্বে খেলা পর্তুগাল। দলের পক্ষে জয়সূচক গোলটি করেছেন আন্দ্রে সিলভা। এই জয়ে এ লিগের তিন নম্বর গ্রুপে শীর্ষেই থাকল পর্তুগাল। আগের ম্যাচে পোল্যান্ডের সঙ্গে ড্র করায় তালিকার তলানিতে ইতালির অবস্থান। পোল্যান্ড আছে দুইয়ে।

এদিকে গত সোমবার রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা সুইডেনকে হারিয়ে দিয়েছে তুরস্ক। ম্যাচে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল সুইডিশরা। কিন্তু পেছন থেকে দুর্দান্ত ফুটবল খেলে জয় নিয়েই মাঠ ছাড়ে তুরস্ক। কিয়েসে থেলিন (৩৫) ও ক্লায়েসনের (৪৯) গোলে এগিয়ে গিয়েছিল সুইডেন। ৫১তম মিনিটে তুরস্কের পক্ষে প্রথম গোল করেন হাকান। এরপর ৮৮ ও ৯২তম মিনিটে আরও দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন আকবাবা। প্রথম ম্যাচে রাশিয়ার কাছে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচ জিতে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়ার আশা বাঁচিয়ে রাখল তুরস্ক। উয়েফা নেশন্স লিগে এছাড়াও গত সোমবার স্কটল্যান্ড ২-০ গোলে আলবেনিয়াকে, মন্টিনিগ্রো ২-০ গোলে লিথুনিয়াকে, কসভো ২-০ গোলে ফারো আইল্যান্ডকে হারিয়েছে। সার্বিয়া ২-২ গোলে রুমানিয়া এবং অ্যান্ডোরা ১-১ গোলে কাজাখস্তানের সঙ্গে ড্র করেছে।

সর্বশেষ খবর