রবিবার, ২৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশ-ফিলিস্তিন মুখোমুখি আজ

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ম্যাচে বাহরাইনের কাছে হেরেছে বাংলাদেশ যুব দল। এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাইপর্বে মতিন মিঞাদের আজ দ্বিতীয় ম্যাচ। প্রতিপক্ষ ফিলিস্তিন। টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাংলাদেশকে আজ জিততেই হবে। স্বাগতিক বাহরাইনের চেয়েও ফিলিস্তিন শক্তিশালী। ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১০০। ঢাকায় বঙ্গবন্ধু গোল্ডকাপে সেমিফাইনালে ফিলিস্তিনের দ্বিতীয় সারির দলের কাছে ০-২ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় দল।

ফিলিস্তিনকে গ্রুপে সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরা হচ্ছে। ফিলিস্তিন তাদের প্রথম ম্যাচে ৯-০ গোলে শ্রীলঙ্কাকে পরাজিত করে। কোচ জেমি ডে বলেছেন, ওরা শক্তিশালী দল এনিয়ে সংশয় নেই। খেলোয়াড়দের সেরাটাই দিতে হবে। বাহরাইনের কাছে হারলেও ছেলেরা ভালোই খেলেছে। ডিফেন্সের ভুলে প্রথমার্ধেই আমরা পিছিয়ে যাই। তবে গোলরক্ষক জিকোর প্রশংসা করতে হয়। বেশ কটি নিশ্চিত গোল রক্ষা করেছে। সমতা ফেরানোর সুযোগ পেলে আমরা কাজে লাগাতে পারেনি। ফিলিস্তিনের আক্রমণভাগ খুবই শক্তিশালী। প্রথম ম্যাচে তারা ৯-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে। সুতরাং এই দলকে হারানোর একটাই উপায় সব পজিশনে জ্বলে ওঠা।

সর্বশেষ খবর