শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ভ্যালেন্সিয়ার কাছে রিয়ালের হার

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের হ্যাটট্রিক শিরোপা উপহার দিয়ে রিয়াল মাদ্রিদের জীবন্ত কিংবদন্তি হয়েছেন জিনেদিন জিদান। শুধু ক্লাবের ইতিহাসে নয়, ইউরোপীয় ইতিহাসেও জিদানের কৃতিত্ব বিরল ঘটনা। এতসব প্রাপ্তির পরেও অভিমানে ক্লাব ছেড়ে দেন ফ্রান্সকে ১৯৯৮ সালে বিশ্বকাপ উপহার দেওয়া জিদান। তার চলে যাওয়ার পর থেকে হোঁচট খেতে থাকে রিয়াল। সেই ধাক্কা সামলাতে রিয়াল মাদ্রিদ ফের শরণাপন্ন হয় জিদানের। অভিমান ভেঙে দায়িত্ব নিয়ে টানা জয় উপহার দেন স্প্যানিশ ক্লাবটিকে। তবে পরশু রাতে জয়রথ থেমে গেছে সার্জিও র‌্যামোসদের। দুই জয়ের পর তৃতীয় ম্যাচে হারের তিক্ত স্বাদ নিয়েছে ভ্যালেন্সিয়ার কাছে। ভ্যালেন্সিয়ার মাটিতে জিদানের শিষ্যরা হেরেছে ১-২ গোলে। হেরে গেলেও শিষ্যদের দুষতে রাজি নন কোচ জিদান। অবশ্য ডিসেম্বরে লিগের প্রথম পর্বে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-০ গোলে জিতেছিল রিয়াল।

সর্বশেষ খবর