শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ফাইনালে অস্ট্রিয়ার থিয়েম

অস্ট্রেলিয়ান ওপেন

ক্রীড়া ডেস্ক

ফাইনালে অস্ট্রিয়ার থিয়েম

‘এটা একটা অবিশ্বাস্য ম্যাচ ছিল। দুটি টাইব্রেকার জিততে হয়েছে। তাকে (আলেক্সান্ডার জেভরভ) হারানোটা দুঃসাধ্য হয়ে উঠেছিল। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল নিশ্চিত করাটাও অবিশ্বাস্য মনে হচ্ছে’

গত দুই বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল খেলেছেন অস্ট্রিয়ান তরুণ ডমিনিখ থিয়েম। দুইবারই তিনি হেরেছেন রাফায়েল নাদালের কাছে। এবার সেই নাদালকে হারিয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনে। গতকাল জার্মান বন্ধু আলেক্সান্ডার জেভরভকে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল নিশ্চিত করলেন থিয়েম। প্রথম সেটে হারলেও টানা তিন সেট জিতেছেন এ অস্ট্রিয়ান তরুণ। ৩-৬, ৬-৪, ৭-৬, ৭-৬ গেমে হারিয়েছেন আলেক্সান্ডার জেভরভকে। ২৬ বছরের থিয়েম ফাইনালে মুখোমুখি হবেন নোভাক জকোভিচের। সেমিফাইনালে রজার ফেদেরারকে হারিয়েছেন জকোভিচ। সার্বিয়ান এ তারকা ৭ বার চ্যাম্পিয়ন হয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনে। অষ্টম শিরোপা থেকে মাত্র এক ধাপ দূরে জকোভিচ। অবশ্য ডমিনিখ থিয়েম ক্যারিয়ারের সেরা ফর্মে অবস্থান করছেন। ২৬ বছরের তরুণের বিপক্ষে ৩২ বছরের জকোভিচ কেমন করবেন বলা কঠিন। অতীতে দুজন দশবার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে ৬ বার জিতেছেন জকোভিচ। চারবার জিতেছেন ডমিনিখ থিয়েম। তবে শেষ দুইবারের মুখোমুখিতে জয়ী ডমিনিখ থিয়েম। এদিকে অস্ট্রেয়িলান ওপেনে মেয়েদের দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন টিমিয়া ব্যাবোস ও ক্রিস্টিনা ম্লাদেনোভিচ জুটি। তারা হিসিয়েহ ও বারবারা জুটিকে ফাইনালে ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন।

জয়ের পর থিয়েম বলেন, ‘এটা একটা অবিশ্বাস্য ম্যাচ ছিল। দুটি টাইব্রেকার জিততে হয়েছে। তাকে (আলেক্সান্ডার জেভরভ) হারানোটা দুঃসাধ্য হয়ে উঠেছিল। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল নিশ্চিত করাটাও অবিশ্বাস্য মনে হচ্ছে। আমার জন্য মৌসুমটা দারুণভাবে শুরু হলো। নোভাক জকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনের রাজা। এখানে অনেক বছর ধরেই তিনি নিজেকে সেরা প্রমাণ করে চলেছেন।’

সর্বশেষ খবর