শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

আজ থেকে সোনার ট্রফির লড়াই

নারী ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে অবশেষে। অর্ধযুগ পর মাঠে গড়াতে যাচ্ছে নারী ফুটবল লিগ। আজ থেকে শুরু হচ্ছে বহুল আলোচিত লিগ। প্রথমদিনেই মাঠে নামছে ছেলেদের লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মেয়েরা। তারা কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবের। দীর্ঘদিন পর অনুষ্ঠেয় এ লিগে অংশ নিচ্ছে ৭টি ক্লাব। অবশ্য শুরুতে আটটি ক্লাবের কথা শোনা গিয়েছিল। তবে হঠাৎ করেই বাদ পড়ে সুনামগঞ্জের দল স্বপ্নচূড়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছে এমন দলগুলোর মধ্যে নারী লিগে অংশ নিচ্ছে কেবল বসুন্ধরা কিংস। দীর্ঘদিন পর শুরু হতে যাওয়া নারী লিগের চ্যাম্পিয়নদের জন্য চমকই অপেক্ষা করছে। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে সোনার ট্রফি। গতকাল লিগের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নাম ঘোষণা অনুষ্ঠানে বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, ‘লিগের চ্যাম্পিয়ন দল ২ লাখ টাকা প্রাইজমানি ছাড়াও পাবে সোনার ট্রফি। রানার্সআপ দল পাবে ১ লাখ টাকা ও ট্রফি। এছাড়া প্রতিটি দলই অংশগ্রহণ বাবদ পাবে ২ লাখ টাকা করে।’ তৃতীয় নারী লিগ শুরু হতে অনেকটা সময় লাগল। তবে চতুর্থ লিগের জন্য বেশি সময় অপেক্ষা করতে হবে না। কিরণ জানালেন চলতি বছরেরই নভেম্বরে শুরু হবে চতুর্থ নারী লিগ। নারী লিগের টাইটেল স্পন্সর ট্রিকোটেক্স এবং স্ট্র্যাটেজিক পার্টনার চল  খেলি।

সর্বশেষ খবর