সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

নতুন মুখ নাঈম ও আফিফ

ক্রীড়া প্রতিবেদক

অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার শেষ ওয়ানডে সিরিজ। জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজ দিয়েই শেষ হচ্ছে ‘ক্যাপ্টেন্স অব বাংলাদেশ’ মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ার। আফ্রিকান প্রতিনিধিদের বিপক্ষে গতকাল তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটির দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন বিশ্বকাপ ক্রিকেটের পর সাতমাস বিশ্রামে থাকা মাশরাফি। অধিনায়কের সঙ্গে ফিরেছেন টেস্ট ক্রিকেটে দারুণ ছন্দে থাকা বাঁ হাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, ডান হাতি পেসার আল আমিন ও ড্যাসিং ওপেনার লিটন দাসও। তবে নির্বাচক প্যানেল চমকে দিয়েছেন দুই তরুণ নাঈম শেখ ও আফিফ হোসেন ধ্রুবকে দলভুক্ত করে। দুই তরুণই এখন বাংলাদেশ টি-২০ স্কোয়াডের অন্যতম ভরসা। ২০১৯ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজ খেলা দল থেকে বাদ পড়েছেন সাত ক্রিকেটার সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, রুবেল হোসেন, এনামুল হক বিজয়, ফরহাদ রেজা ও তাসকিন আহমেদ। নাজমুল শান্ত রয়েছেন দারুণ ছন্দে। রাওয়ালপিন্ডির পর মিরপুর টেস্টেও দারুণ ব্যাটিং করছেন বাঁ হাতি তরুণ। তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন দুবাইয়ে ২০১৮ সালে এশিয়া কাপ। সেবার তিন ম্যাচে রান করেছিলেন মাত্র ২০। আল আমিন সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। পাঁচ বছর পর সেই জিম্বাবুয়ের বিপক্ষেই ফিরেছেন ক্যারিয়ারে ১৪ ওয়ানডে খেলা ডান হাতি পেসার। বিয়ের জন্য সরে দাঁড়িয়েছিলেন লিটন। বিশ্বকাপের পর বিশ্রামে গিয়েছিলেন মাশরাফি। তার অনুপস্থিতিতে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তামিম ইকবাল। এসব ক্রিকেটার ফেরায় বাদ পড়েছেন তিন পেসার তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও ফরহাদ রেজা।

 

প্রথম দুই ওয়ানডের স্কোয়াড

মাশরাফি, তামিম, নাজমুল, মাহমুদুল্লাহ, মুশফিকুর, মোহাম্মদ মিথুন, লিটন, তাইজুল, আফিফ, নাঈম শেখ, আল আমিন, সাইফ উদ্দীন, শফিউল ইসলাম, মেহেদী হাসান ও মুস্তাফিজ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর