মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

১৪ ইনিংস পর মুমিনুলের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

১৪ ইনিংস পর মুমিনুলের সেঞ্চুরি

হঠাৎ করেই টাইগার টেস্ট দলের দায়িত্ব পান মুমিনুল হক। যখন দায়িত্ব পান, তখন তিনি ফর্মের শিখরে ছিলেন না। তারপরও টিম ম্যানেজমেন্ট আস্থা রাখেন তার উপর। আস্থার প্রতিদানও দিতে থাকেন তিনি। যদিও নেতৃত্বের অভিষেকটা ভালো হয়নি ভারতের মাটিতে। দুই টেস্টের চার ইনিংসে রান করেন ৪৪। কলকাতায় গোলাপি বলের টেস্টের উভয় ইনিংসে শূন্য রানে ফিরেন সাজঘরে। রাওয়ালপিন্ডিতে ইঙ্গিত রাখেন বড় কিছুর। মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে আলো ছড়ানো ইনিংস খেলেন বাঁ হাতি মুমিনুল। তুলে নেন ৪০ টেস্ট ক্যারিয়ারের ৯ নম্বর সেঞ্চুরি। ১৩২ বলের রানের ইনিংসটি তার অধিনায়কত্বকে উজ্জ্বল করেছে। কিন্তু সেঞ্চুরিটিতে পেয়েছেন ১৪ ইনিংস পর। এর আগের সেঞ্চুরিটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালে চট্টগ্রামে। গতকালের সেঞ্চুরির আগের ১৪ ইনিংসে সর্বোচ্চ ৫২, আফগানিস্তানের বিপক্ষে। সেঞ্চুরিটি করে মুমিনুল এখন স্পর্শ করেছেন তামিম ইকবালকে। দুজনের সেঞ্চুরিই ৯টি করে। তামিম ৯টি সেঞ্চুরি করেন ১১৫ ইনিংসে এবং মুমিনুল করেন মাত্র ৭৪ ইনিংসে। মুমিনুলের ৯ সেঞ্চুরির ৬টি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং বাকি তিনটি মিরপুরে।

সর্বশেষ খবর