শিরোনাম
মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

জেমির উদ্বেগ

ক্রীড়া প্রতিবেদক

জেমির উদ্বেগ

আমি বলব বাংলাদেশের ফুটবলে এ অবস্থা থাকবে না। অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে যারা চর্চা করে গেলে এদেশের ফুটবলে উন্নয়ন ঘটবে। তবে লিগে স্পট বা ম্যাচ ফিক্সিং নিয়ে যা শুনছি তা সত্যিই হতাশাজনক। এএফসি কাঠগড়ায় এখন ফুটবল। আমি বলব অবশ্যই জোর তদন্ত করে সত্যটা বের করে আনা। ফুটবল ধ্বংস করে দেওয়ার জন্য এই রোগ যথেষ্ট। বাংলাদেশের ফুটবলে যখন দর্শক আসতে শুরু করছে তখন এ ধরনের ঘটনা উদ্বেগজনক। জানি না কেউ ষড়যন্ত্র করছে কিনা। এএফসি বলেছে তদন্তে বাফুফেকে সহযোগিতা করবে। বাফুফে শক্ত হাতে তা খতিয়ে দেখবে। কেউ দোষী প্রমাণিত হলে শাস্তি দেওয়া হবে। এটা ফুটবলের জন্য বড় হুমকিও বটে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর