রবিবার, ৯ মে, ২০২১ ০০:০০ টা

কোয়ারেন্টাইনের সময় কমছে সাকিব-মুস্তাফিজের

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের জন্য মাঝপথে বন্ধ হয়ে যায় আইপিএল। বিদেশি ক্রিকেটাররা ফিরে গেছেন দেশে। ফিরেছেন দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। ঢাকায় ফিরেই দুজন বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় সেই নিদের্শই দিয়েছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের কোয়ারেন্টাইন কমানোর জন্য আবেদন করেছিল। গত পরশু পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তই বহাল ছিল। তবে সেই অবস্থান থেকে গতকাল সরে এসেছে মন্ত্রণালয়। জানা গেছে, ১৪ দিনের কোয়ারেন্টাইন নয়, দুইবার কভিড পরীক্ষায় নেগেটিভ হলেই কোয়ারেন্টাইনে ছাড় দেবে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন, ‘সবুজ সংকেত পেয়েছি। তাদের কভিড পরীক্ষার ফল নেগেটিভ আসা সাপেক্ষে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করতে পারবে। আমরা আশা করছি খুব শিগগিরই তারা অংশগ্রহণ করতে পারবেন।’ এর মধ্যেই সাকিব ও মুস্তাফিজ একবার কভিড পরীক্ষা করেছেন। গতকাল সাকিবের নেগেটিভ ফল এসেছে। আজ জানা যাবে মুস্তাফিজের ফল।

সাকিব, মুস্তাফিজ ছাড়াও শ্রীলঙ্কা সফর থেকে আসা ৮ জন ক্রিকেটার রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২৩ মে। অথচ কোয়ারেন্টাইনের নিয়ম মেনে ২০ মে পর্যন্ত থাকতে হবে।

সর্বশেষ খবর