রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ওয়ানডেকে বিদায় বললেন ফিঞ্চ

ক্রীড়া ডেস্ক

ওয়ানডেকে বিদায় বললেন ফিঞ্চ

ওয়ানডে ক্রিকেটকে গুডবাই জানালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। বেন স্টোকসের পর ফিঞ্চের অবসর ঘোষণা ওয়ানডে ক্রিকেট যেন আরেকবার ধাক্কা খেল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচটি তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে।

অনেক দিন থেকেই অস্ট্রেলিয়া দলে ওয়ানডে ও টি-২০তে নেতৃত্ব দিচ্ছেন ফিঞ্চ। তা অবসরে এখন নতুন ওয়ানডে অধিনায়ক খুঁজতে হবে অস্ট্রেলিয়াকে। তবে ওয়ানডে ছাড়লেও টি-২০ ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ফিঞ্চ বলেন, ‘আমার ওয়ানডে জার্নিটা ছিল অসাধারণ। অবিশ্বাস্য কিছু স্মৃতি আছে। আমি খুবই সৌভাগ্যবান যে কয়েকটি অসাধারণ ওয়ানডে দলের অংশ হতে পেরেছি। সবাই সহযোগিতা করেছেন বলেই আজ আমি এই পর্যায়ে আসতে পেরেছি। সবাই ধন্যবাদ।’

অনেক দিন থেকে ওয়ানডেতে ভালো করতে পাচ্ছিলেন না ফিঞ্চ। এ ছাড়া ইনজুরিও তাকে বেশ ভোগাচ্ছিল। তাই বাধ্য হয়েই অবসরের সিদ্ধান্ত নিলেন।

প্রথমে ফিঞ্চের ভাবনা ছিল ২০২৩ বিশ্বকাপ খেলার পর অবসর নেবেন। কিন্তু ফর্মে না থাকার জন্য তিনি আগেই বিদায় নিলেন।  ফিঞ্চ চাননি, তার জন্য অস্ট্রেলিয়া দলের কোনো ভোগান্তি হোক। ফিঞ্চ বলেন, ‘আমি হয়তো ইংল্যান্ডের বিপক্ষে পরের সিরিজে খেলার চেষ্টা করতে পারতাম। সেক্ষেত্রে হয়তো এমসিজিতে রূপকথার মতো একটা সমাপ্তি হতো। কিন্তু কোনোভাবেই কেবল নিজের কথা ভাববো-এমন মানুষ আমি নই।’

ফিঞ্চের ওয়ানডে ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ১৭টি সেঞ্চুরি এবং ৫ হাজারের উপরে রান।

এখন ফিঞ্চের ভাবনা টি-২০ বিশ্বকাপ ঘিরে। ঘরের মাঠেই বসছে সামনের আসরে। তাই এই ফরম্যাটে নিজেকে আরও বেশি ফোকাস করতে চান। ফিঞ্চ বলেন, ‘আমি মনে করি, টি-২০তে আমার ফর্ম বেশ ভালো। এটা সম্পূর্ণ ভিন্ন সংস্করণ। আমি এখনো ভালো খেলছি। অনেক রানও পাচ্ছি।’

ফিঞ্চের ওয়ানডে ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ১৭টি সেঞ্চুরি এবং ৫ হাজারের উপরে রান।

সর্বশেষ খবর