রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

ঘানাকে উড়িয়ে দিল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

আর্জেন্টিনার জার্সি গায়ে দারুণ ছন্দে রয়েছেন লিওনেল মেসি। দারুণ খেলছেন তিনি। ছুটছেন সাতবারের বিশ্বসেরা ফুটবলার। গোল করছেন একের পর এক। জিতে চলেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামিতে সেন্ট্রাল আমেরিকার দল হন্ডুরাসকে প্রীতি ম্যাচে ৩-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। ম্যাচটিতে জোড়া গোল করেছেন মেসি। আরেকটি গোল করেন লাওতারো মার্টিনেজ। এই জয়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকল। 

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল পাত্তাই দেয়নি ঘানাকে। ফ্রান্সের লা আভরের স্তুদ ওশানেতে অলআউট ফুটবল খেলে আফ্রিকান প্রতিপক্ষকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে নেইমারের ব্রাজিল। ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের সেরা খেলোয়াড় ছিলেন ছন্দে থাকা নেইমার। কিন্তু ম্যাচের গোল তিনটি করেছেন রিশার্লিচন ও মার্কিনিওস। ব্রাজিলের হলুদ জার্সিতে দারুণ খেলতে থাকা রিশার্লিচন গোল করেছেন ৬টি। সব মিলিয়ে সেলেকারদের নাম্বার ৯ সর্বশেষ ৫ ম্যাচে ৬ গোল করলেন। দেশের হয়ে গোল করেছেন ১৬টি। ১১ বছর পর ঘানার বিপক্ষে খেলেছে ব্রাজিল। দুই দলের ৫ ম্যাচের সবগুলোতেই জিতেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।         

শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আলবিসেলেস্তারা। মেসিদের আগ্রাসী মেজাজের ফুটবলে হন্ডুরাস নিজেদের বক্স থেকেই বেরোতে পারেনি। আক্রমণের ধারা ধরে রেখে ১৬ মিনিটে প্রথম গোল করে বর্তমান কোপা আমেরিকান চ্যাম্পিয়নরা। মাঝ মাঠ থেকে ডি-বক্সে থ্রু দেন মেসি। অফসাইডের ফাঁদ ভেঙে গোমেজ বল ধরে বাঁ প্রান্তের ছোট বক্সে বল বাড়ান। গোলরক্ষক ছুটে আসার আগে মার্টিনেজ স্লাইড করে ব্যবধান ১-০ করেন। বিরতির ঠিক আগে ২-০ করেন পিএসজির স্ট্রাইকার মেসি। ডি-বক্সে জিওভানি লো সেলসোকে ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। ঠান্ডা মাথায় স্পট কিকে গোল করেন মেসি। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে। ৬৯ মিনিটে ৩-০ করেন মেসি। এনসো ফার্নান্দেজের ডজে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন হন্ডুরাসের ডিফেন্ডার কেরভিন। বল পেয়ে যান মেসি। বক্সের মাথার উপর থেকে স্কুপে প্রতিপক্ষের গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক। ৮৪ মিনিটে হ্যাটট্রিক মিস করেন মেসি। দারুণ খেলতে থাকা আর্জেন্টিনা সর্বশেষ ৩ ম্যাচে গোল করেছে ১১টি এবং মেসির গোল ৭টি।

সর্বশেষ খবর