সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিসিবির অদ্ভুত ব্যাখ্যা

ক্রীড়া প্রতিবেদক

মাঠে গড়ানোর আগেই বিতর্কের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে বিপিএল। ২০ ওভারের টুর্নামেন্ট শুরুর আগে বিপিএলের সাংগঠনিক কর্মকান্ড নিয়ে প্রশ্ন তুলেছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। টাইগার টেস্ট ও টি-২০ অধিনায়ককে সমর্থন দেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দেশের দুই লিজেন্ড ক্রিকেটার প্রশ্ন তোলার পর বিতর্ক নিয়েই শুরু হয়েছে বিপিএল। ম্যাচে আম্পায়ারিং নিয়েও বিতর্ক তৈরি হয়। শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের ম্যাচের দ্বিতীয় ভাগের ঘটনা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশালের ইফতেখারের বলে কুমিল্লার জাকের আলিকে লেগ বিফোর দেন আম্পায়ার। ইনিংসের ১৪ নম্বর ওভারের ঘটনা এটা। আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে জাকের রিভিউ নেন। টিভি আম্পায়ার রিভিউতে আউট দেন। এই আউট নিয়ে আলোচনা-সমালোচনার জন্ম নেয়। সমালোচিত ওই আউটের পর বিসিবি আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে। জানিয়েছে, টিভি আম্পায়ার বিপিএলের প্লেয়িং কন্ডিশন অনুসরণ করেছেন। এতে আইসিসির আইন বদলে গেছে। আইসিসির নিয়ম অনুযায়ী, বলের বেশির ভাগ অংশ বা ৫১ শতাংশ যদি স্ট্যাম্পের লাইনে থাকে, সেটিকে ‘ইন লাইন’ ধরে নেওয়া হয়। কিন্তু বিপিএলের প্লেয়িং কন্ডিশনে রয়েছে, বল ‘ইন লাইন’ স্পর্শ করলে বলটি সঠিক।

সর্বশেষ খবর