রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শেখ রাসেল-আবাহনীর জয়

ক্রীড়া প্রতিবেদক

শেখ রাসেল-আবাহনীর জয়

বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে জয়ে ফিরেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। তিন ম্যাচ পর সাবেক চ্যাম্পিয়নরা আজমপুর ফুটবল ক্লাবকে ১-০ গোলে হারিয়ে পুরা পয়েন্ট সংগ্রহ করে। অন্যদিকে গুরুত্বপূর্ণ আরেক ম্যাচে ঢাকা আবাহনী ২-১ গোলে হারায় শেখ জামাল ধানমন্ডিকে। গতকাল বসুন্ধরা কিংস অ্যারিনায় নিজ ভেন্যুতে অনুষ্ঠিত ম্যাচে শেখ রাসেল শুরু থেকেই বল নিয়ন্ত্রণে রাখে। তবুও প্রথমার্ধে গোল করার মতো জোরাল আক্রমণ তৈরি করতে পারেনি। ১৯ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন শেখ রাসেলের ইব্রাহিম। মাপুকুরের বাড়িয়ে দেওয়া বল গোল মুখে থেকেও তার হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আজমপুরও নিজেদের গুছিয়ে নেয়। গোল করার দুটি সুযোগও পেয়েছিল তারা। শেখ রাসেলের অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার দৃঢ়তার বেঁচে যায় জুলফিকার মাহমুদের দল।

প্রথমার্ধে ম্যাচ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে স্বস্তি ফিরে শেখ রাসেল শিবিরে। তিমুর তালিপোভের হেড রায়হান আহমেদের হাতে লাগলে পেনাল্টি পেয়ে যায় শেখ রাসেল।

পেনাল্টি থেকে লিড এনে দেন চার্লস দিদিয়ের। এ সময় রেফারি জসিম আক্তারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আজমপুরের খেলোয়াড়রা। ডিফেন্ডার রায়হান আহমেদকে লাল কার্ড দেখালে বাকি সময়ে ১০ জন নিয়ে খেলে আজমপুর। তবে গোলের সংখ্যা বাড়াতে পারেনি শেখ রাসেল। সাত ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে শেখ রাসেলের অবস্থান পাঁচে।

অন্যদিকে গোপালগঞ্জে ঢাকা আবাহনী ২-১ গোলে শেখ জামাল ধানমন্ডিকে হারিয়ে শক্ত বাধা অতিক্রম করেছে। এই ম্যাচে ড্র হলে গতকালই বসুন্ধরা কিংসের প্রথমপর্বে শীর্ষে থাকাটা নিশ্চিত হয়ে যেত। তা হতে দেননি ড্যানিয়েল কলিনড্রেসরা। অ্যাওয়ে ম্যাচে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় আবাহনী। ১০ মিনিটেই মোহাম্মদ ইউসেফের ডান প্রান্তের ক্রসে পিটার নোরাহ দারুণ হেডে গোলটি করেন। ৩৪ মিনিটে কলিনড্রেস ব্যবধান দ্বিগুণ করেন। ৬৯ মিনিটে কর্নেলিয়াস স্টুয়ার্ট পেনাল্টি থেকে শেখ জামালের পক্ষে ব্যবধান কমান। আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আবাহনী এখন এককভাবে দ্বিতীয় স্থানে। আরেক ম্যাচে পুলিশ ২-০ গোলে পরাজিত করে রহমতগঞ্জকে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর