বুধবার, ৩১ মে, ২০২৩ ০০:০০ টা

যে রেকর্ড শুধুই দিয়াবাতের

ক্রীড়া প্রতিবেদক

যে রেকর্ড শুধুই দিয়াবাতের

ফাইনাল ছিল মোহামেডান-আবাহনীর। অথচ বলা হচ্ছিল এ যেন আবাহনী বনাম সুলেমান দিয়াবাতের লড়াই। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে আবাহনী। তারপরও ভাষ্যকাররা বলছেন যদি মোহামেডান ম্যাচে ফেরে তা হবে দিয়াবাতের ম্যাজিকে। শেষ পর্যন্ত তাই হলো। মোহামেডানের অধিনায়কের একক নৈপুণ্যে ১৪ বছর পর ফেডারেশন কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হলো ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। শিরোপা তো দূরের কথা, ফাইনাল খেলাটাও স্বপ্নে পরিণত হয়েছিল। সেই বন্ধ দুয়ার খুলে গেল দিয়াবাতের বদৌলতে। ১৯৮০ সালে ফেডারেশন কাপ শুরু হওয়ার পর ফাইনালে কারোর হ্যাটট্রিকের রেকর্ড ছিল না। ১৯৮৬ সালে ফেডারেশন কাপে মোহামেডান ও আবাহনী সেমিফাইনালে লড়েছিল। ওই ম্যাচ হ্যাটট্রিক করেন আবাহনীর প্রেমলাল। ফেডারেশন কাপের ইতিহাসে ফাইনালে প্রথম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকসহ ৪ গোল করেন দিয়াবাতে।

সর্বশেষ খবর