পাকিস্তান সফরকে সামনে রেখে অনুশীলন করছেন ক্রিকেটাররা। চলতি মাসে পাকিস্তানের মাটিতে দুটি টেস্ট খেলবে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার আগে সেখানে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ‘এ’। এনামুল হক বিজয়ের নেতৃত্বে চার দিনের ম্যাচ খেলতে ‘এ’ দল আজ রাতে ঢাকা ছাড়বে। আগামীকাল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌঁছাবেন। মিডিয়ার মুখোমুখিতে গতকাল কথা বলেন ‘এ’ দলের অধিনায়ক এনামুল হক বিজয়। পাকিস্তান সফরে জাতীয় দল কেমন করতে পারে সে বিষয়ে ধারণা দিয়েছেন। টেস্ট সিরিজে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন জাতীয় দলের ওপেনার এনামুল। তিনি বলেন, ‘এ-দলের সফরের পর আবার জাতীয় দলের সফর আছে। অনেক ক্রিকেটার ‘এ’ দলের সঙ্গে যাচ্ছে প্রস্তুতির জন্য। এটা জাতীয় দলের দারুণ কাজে লাগবে। আমরা জানি, পাকিস্তানের উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হয়। আমি বিশ্বাস করি দুই দলের সমান সুযোগ থাকে। বাংলাদেশ অনেক দিন পর টেস্ট ম্যাচ খেলবে। আশা করি, ভালো কিছু হতে পারে।’ পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডিতে ১৭-২১ আগস্ট প্রথম টেস্ট এবং ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট খেলবে। টেস্ট সিরিজ খেলতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে টাইগাররা ঢাকা ছাড়বে ১৭ আগস্ট। কোটা সংস্কারের আন্দোলনে অনুশীলন বন্ধ ছিল ক্রিকেটারদের। ফলে অনুশীলন করতে পারেননি ক্রিকেটাররা। পরিস্থিতি শান্ত হয়ে এলে দুই দিন ধরে অনুশীলন করছেন ক্রিকেটাররা। গতকালও অনুশীলন করেছেন। ‘এ’ দলের হয়ে পাকিস্তান গেলে নিজের টার্গেট টেস্ট খেলা, বলেন এনামুল। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট আমার অসাধারণ লাগে। জাতীয় দলের যাদের সঙ্গে কথা হয়েছে, তারাও বলেছে এটি আমার জন্য বড় সুযোগ। জাতীয় দলে সুযোগ এলে লম্বা সময় বাংলাদেশ দলের জন্য খেলার চেষ্টা করব।’
এটাই সব সময় আমার লক্ষ্য থাকে, ভবিষ্যতেও তাই থাকবে।’
রিদমিক জিমন্যাস্টিকসের অসাধারণ সৌন্দর্য : অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ডিসিপ্লিন অ্যাথলেটিকস। ‘দ্যা গ্রেটেস্ট শো আর্থ’-এর রাজা বলা হয় অ্যাথলেটিকসকে। সাঁতারকে বলা হয় ‘রানি’। জিমন্যাস্টিকস হচ্ছে অন্যতম সেরা ডিসিপ্লিন। ডিসিপ্লিনের অন্যতম ইভেন্ট রিদমিক জিমন্যাস্টিকস। এ ইভেন্টটি এতো বেশি দৃষ্টিনন্দন যে, দিনভর উপভোগ করা যায়। চোখের প্রশান্তি আসে। ইন্ডিভিজুয়াল অলরাউন্ড বাছাইপর্বে ফ্রান্সের হেলেন কারবানোভকে একটি চাকতি নিয়ে অনুপম প্রদর্শনী করছেন।