চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের শিরোপা ধরে রাখার মিশন শুরু হচ্ছে আজ। শিরোপা ধরে রাখতে শক্তিশালী দল গড়েছে বরিশাল। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের ওপর দায়িত্ব তুলে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল বিপিএল মিশন শুরু করছে এনামুল হক বিজয়ের দুর্বার রাজশাহী ম্যাচ দিয়ে। দুপুর দেড়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস।
দুর্বার রাজশাহী চমক দেখিয়েছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইজাজ আহমেদকে কোচ হিসেবে নিয়োগ দিয়ে। ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসদের সঙ্গে ক্রিকেট খেলা ইজাজকে দায়িত্ব দিয়েছে রাজশাহী। ইজাজ তার ক্যারিয়ারের একমাত্র ডাবল সেঞ্চুরি করেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ২০০১ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২১১ রানের ইনিংসটি খেলেছিলেন। সব মিলিয়ে ইজাজ ৫-৬ বার বাংলাদেশ সফরে এসেছেন। এবার আসেন বিপিএলে কোচিং করাতে। তার দল রাজশাহী আজ মাঠে নামছে। আজকের ম্যাচ নিয়ে ইজাজ বলেন, ‘এটা টি-২০ ক্রিকেট। কিছু ভালো ইনিংস বা ভালো বোলিংই আপনাকে জেতাবে। যে কোনো একজন খেলোয়াড়ই আপনাকে জেতাতে পারে। আমাদের দলটা বেশ তরুণ এবং ভালো। কিছু অভিজ্ঞ ক্রিকেটারও আছে, যারা বাংলাদেশের হয়ে খেলেছে। ইয়াসির আলি, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়রা সবাই দারুণ ক্রিকেটার।’ তিনি আরও বলেন, ‘আমরা ভালো খেলব। ক্রিকেটারদের সঙ্গে আমি আমার কোচিং ও ক্রিকেটীয় অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করব। এর আগে পিএসএলে কাজ করেছি। প্রথমবার বিপিএলে কাজ করব। এটা আমার জন্য সম্মানের। মালিকরা সম্ভবত পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি সাজিয়েছে। আশা করি, পরের বছরও আসতে পারব।’ দলটির বিদেশি ক্রিকেটার রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, লাহিরু সামারাকুন।
রাজশাহীর প্রতিপক্ষ বরিশালে তামিম ছাড়াও খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রিপন মণ্ডল, ইবাদত হোসেন, তাওহিদ হৃদয়দের মতো ক্রিকেটার। বিদেশিদের মধ্যে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি , জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, কাইলি মায়ার্স, ডেভিড মালান, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফদের মতো ক্রিকেটার। বিপিএল শুরুর আগে যে মিউজিক ফেস্ট হয়েছে, তার বরাদ্দকৃত অর্থ ক্রিকেট উন্নয়নে ব্যবহার করা উচিত, বলেন বরিশালের অধিনায়ক তামিম। তিনি বলেন, ‘সত্যি বলতে আমার কাছে মনে হয়, অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে নয়। বিপিএল পরিবর্তন করতে চাইলে টুর্নামেন্ট ও ক্রিকেটে বিনিয়োগ করুন। এতেই কেবল বদলাতে পারে টুর্নামেন্ট।’