সেঞ্চুরি করেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি এখন ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে নেতৃত্ব দিচ্ছেন আবাহনীকে। বিকেএসপি-৩ নম্বর মাঠে নাজমুলের সেঞ্চুরিতে আবাহনী ৪ উইকেটে হারিয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জকে। ষষ্ঠ রাউন্ড শেষে পঞ্চম জয়ে আবাহনী এখন সবার ওপরে। বিকেএসপি-৪ নম্বর মাঠে মোহামেডানকে ৬৫ রানে হারিয়েছে এনামুল হক বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্স। ৬ ম্যাচে ৫ জয়ে দুইয়ে উঠেছে গাজী। ম্যাচে সেঞ্চুরি করেছেন এনামুল বিজয়। মিরপুর স্টেডিয়ামে ধানমন্ডি ক্লাবকে ৫৫ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। গাজীর বিপক্ষে মোহামেডানের ডান হাতি পেসার তাসকিন আহমেদ দেশের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়েছেন। তার রেকর্ড গড়া স্পেল ১০-০-১০৭-৩। ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডস ছিল গাজী টায়ার্সের ইকবালের, তিনি ৯ ওভারের স্পেলে দিয়েছিলেন ১০৪ রান। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দিয়েছিলেন ১০ ওভারে ১০৪ রান। ওয়ানডেতে সবচেয়ে বেশি রান দেওয়ার মালিক নেদারল্যান্ডসের বাস ডে লেডের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২৩ বিশ্বকাপে ১০ ওভারে ১১৫ রান দিয়েছিলেন। বিকেএসপি-৩ নম্বর মাঠে প্রথম ব্যাটিংয়ে রূপগঞ্জ ৬ উইকেটে ২৯২ রান করে। দলটির পক্ষে জোড়া হাফ সেঞ্চুরি করেন সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়। সাইফ ৬৭ ও জয় ৫৮ রান করেন। নাহিদ রানা ও মোসাদ্দেক হোসেন ২টি করে উইকেট নেন। ২৯৩ রানের টার্গেটে আবাহনী ৮ বল হাতে রেখে জিতে যায়। ১ রানে প্রথম উইকেটের পতনের পর দ্বিতীয় উইকেট জুটিতে ১০৭ রান যোগ করেন জিশান আহমেদ ও নাজমুল শান্ত। জিশান ৪৩ রান করলেও নাজমুল সেঞ্চুরির ইনিংস খেলেন। ১০৮ বলে ১১ চার ও ২ ছক্কায় সাজানো তার ম্যাচসেরা ১০১ রানের ইনিংস। বিকেএসপিতে আরেক ম্যাচে অধিনায়ক এনামুল বিজয়ের ১৪৯ রানে ভর করে গাজী গ্রুপ সংগ্রহ করে ৩৩৬ রান। জবাবে মোহামেডানের ইনিংস থেমে যায় ২৭১ রানে। মিরপুরে প্রথম ব্যাটিংয়ে প্রাইম ব্যাংক ৫ উইকেটে ৩০৮ রান করে। জবাবে ২৫৩ রানে গুটিয়ে যায় ধানমন্ডি ক্লাব।
শিরোনাম
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
- আইন মন্ত্রণালয় দ্রুত সময়ে মতামত না দেওয়ায় ইশরাকের গেজেট প্রকাশ ইসির
- চিন্ময় দাসের জামিন হাইকোর্টে
- ‘পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করব, তাদের চটাব না’
- বগুড়ায় হত্যা মামলায় দুজনের ফাঁসি
- অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
- বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
- অভিবাসন সাংবাদিকতার উন্নয়নে ‘মার্সেই সনদ’ সই
- নরসিংদী কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
- ইটভাটার কালো ধোয়ায় কৃষকের স্বপ্ন পুড়ে ছাঁই
- লক্ষ্মীপুরে দখল-দূষণে বিপন্ন খাল ও নদী উদ্ধারে অভিযান
- ‘শ্রমিক-মালিকের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে’
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
- কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
আবাহনীর জয় মোহামেডানের হার
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর